অবৈধ বালুর পাইপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজু হাওলাদারসড়কের ওপর রাখা অবৈধ বালুর পাইপের ধাক্কায় ছিটকে পড়ে রাজু হাওলাদার (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টায় মোংলা শহরের মাদ্রাসা রোডে এ দুর্ঘটনা ঘটে। রাজু মোংলা পোর্ট পৌরসভার ২ নং ওয়ার্ডের মিয়াপাড়ার বাসিন্দা আজিজ হাওলাদারের ছেলে। তিনি বন্দর জেটিতে কাজ করতেন।
মোংলা থানার উপপরিদর্শক সুধাংশ কুমার মল্লিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মলয় মল্লিক মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাজু রাত সাড়ে ৯ টার দিকে মাদ্রাসা রোড দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসভার মাদ্রাসা রোডে বসানো অবৈধ বালুর পাইপের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ গজ দূরে ছিটকে পড়েন তিনি। আশপাশের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। চিকিৎসক মলয় মল্লিক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে দুর্ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী বলেন, ‘অপরিকল্পিত ও অবৈধভাবে পৌরসভার প্রায় সবক’টি সড়কে বালুর পাইপ বসানো হয়েছে। অবৈধভাবে বালুর পাইপ বসানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’
মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।