কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

 

মিজানুর রহমার মিজু ও আশরাফুজ্জামান সুজনকুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে মিজু ও শহরের হরিশংকরপুরের নিজ বাড়ি থেকে সুজনকে আটক করা হয়।

ওসি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আল-আমীন জোয়াদ্দার নামের এক ব্যবসায়ী মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। চাঁদাবাজি মামলায় রাতে অভিযান চালিয়ে দুইজন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।