ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে এই ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে এসে ধলি বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

ধুনট থানার ওসি ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ময়না খাতুন মোহনপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। আর আহত ধলি বেগম একই গ্রামের কছিম উদ্দিনের স্ত্রী।

ময়নার দেবর শফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১০টার দিকে ময়না খাতুন ভেজা কাপড় শুকানোর জন্য বাড়ির উঠানে টাঙানো জিআই তারে দেন। তারটি বিদ্যুতায়িত হয়েছিল। তার স্পর্শ করেই বিদ্যুতায়িত হন ময়না। তার চিৎকার শনে প্রতিবেশি চাচী ধলি বেগম তাকে বাঁচাতে চেষ্টা করেন। প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ময়না খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত ধলি বেগম চিকিৎসাধীন রয়েছেন।