ক্লাসে মাদকের বিরুদ্ধে কথা বলুন: শিক্ষকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী

জেলা চোরাচালানবিরোধী টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় খাদ্যমন্ত্রীখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘ক্লাসে গিয়ে প্রথমে মাদকের বিরুদ্ধে এক মিনিট কথা বলুন। প্রতিদিন এক মিনিট করে কথা বললে তরুণ শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে।’ রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা চোরাচালানবিরোধী টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা কে কোন দল করি সেটা বড় কথা নয়, দেশটাকে ভালোবাসা বড় কথা। আমরা নিজেদের জায়গা থেকে কাজ করলে ২০৪১ সাল নয়, ২০৩১ সালের মধ্যেই কাঙ্খিত লক্ষে পৌঁছে যাবো।’
তিনি বলেন, দেশে মাদকের বিরুদ্ধে জোরেশোরে কাজ চলছে এবং জিরো টলারেন্স নীতিতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটা গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে। তাই আমাদের সাবধান হতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি বলেন, ‘দলের কোনও নেতা যদি মাদকের বিষয়ে কোনও সুপারিশ করে তাহলে তার নাম চার্জশিটে ঢুকিয়ে দেবেন।’ মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে নওগাঁকে মাদকমুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মান্নান মিয়া (বিপিএম), ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, জেলা মাদকদ্রব্য অধিদফতরের সহকারী উপ-পরিচালক দিদারুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল খালেক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুল বক্তব্য রাখেন।