আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচন: প্রতীক পেলেন প্রার্থীরা

নেত্রকোনা

পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার আটপাড়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা নিবার্চন কর্মকর্তা।

আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও এই নিবার্চনে চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন চেয়ারম্যান পদে লড়বেন। এছাড়াও ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতীক পেয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত খায়রুল ইসলাম পেয়েছেন নৌকা, বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে তৌছিফুল ইসলাম পেয়েছেন ধানের শীষ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুজ্জামান খান লিটন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর লিটন পেয়েছেন ঘোড়া প্রতীক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকাম্মেল হোসেন বাবু পেয়েছেন আনারস প্রতীক ও সাবেক জেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতীক পেয়ে নির্বাচনে লড়বেন।

জেলা নিবার্চন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোহত্যাসিম জানান, ১৪ অক্টোবর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৮ হাজার ৯৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।