খালি পেটে ভালো কথা বললে লাভ হবে না: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শেখ হাসিনার কথা হলো সমাজ থেকে খারাপ মানুষ সরিয়ে দাও। খারাপ মানুষকে ধরে ধরে শাস্তি দাও। এটা আমরা করবো। ঢাকায় সে অনুযায়ীই শুদ্ধি অভিযান হচ্ছে। তবে খালি পেটে ভালো কথা বললে লাভ হবে না। আগে মানুষকে ভাত খাওয়াতে হবে। তারপর ভালো হওয়ার কথা বলতে হবে।’

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় এসব গভীর নলকূপ বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, ‘সমগ্র হাওর এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে ৫০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর হুকুম, পানির জন্য যেন কোনও লোক কষ্ট না করেন। পাশাপাশি আমরা খোলা পায়খানার যুগও শেষ করতে চাই।’সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

তিনি আরও বলেন, ‘যতদিন বেঁচে আছি ততদিন হাওরের মানুষের জন্য কাজ করতে চাই। হাওরের স্কুল, ক্লিনিক, সড়ক, কালভার্ট, বিদ্যুৎ বিতরণের কাজ করে যাবো। হাওর এলাকার বড় বড় সেতু নির্মাণের কাজ শেষ করা হবে। বাঁশের সাঁকো যেখানে রয়েছে সেখানে কালভার্ট নির্মাণ করা হবে। হাওর এলাকার মানুষের উন্নয়নে আরও বড় বড় প্রকল্প গ্রহণ করা হবে। আমার একমাত্র কাজ হলো মানুষের খেদমত করা। আমরা এখন ১২ হাজার কোটি, ১৬ হাজার কোটি, ২২ হাজার কোটি, ২৪ হাজার কোটি টাকার প্রকল্পও পাস করছি।’

সুনামগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ কোটি টাকা ব্যয়ে আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার দুই লাখ ৮০ হাজার দরিদ্র মানুষের মধ্যে ৮ হাজার গভীর নলকূপ ও ৮ হাজার উন্নতমানের স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হবে। আজ ৫০০ পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করা হয়। প্রতি পাঁচটি পরিবারের জন্য একটি গভীর নলকূপ ও দুটি পরিবারের মধ্যে উন্নতমানের স্যানিটারি ল্যাট্রিন বিতরণ করা হবে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, মন্ত্রীর একান্ত সচিব হুমায়ন কবীর প্রমুখ।