ভোমরা বন্দরে গভীর রাতে পেঁয়াজের গোডাউনে টাস্কফোর্সের অভিযান

ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজসাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মজুতকারীদের গোডাউনে র‌্যাব, পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান চালিয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
ভোমরা বন্দরের একাধিক ব্যবসায়ী জানান, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে পেঁয়াজ গোডাউনে মজুত করে রেখেছে। এতে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। ভোমরায় পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে কেজিতে ৪৭ টাকা বেড়েছে।
এ ঘটনায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। টাস্কফোর্স টিম প্রথমে ভোমরা কাস্টমস সংলগ্ন পঙ্কজ বাবু নামে একজনের পেঁয়াজের গোডাউনে অভিযান পরিচালনা করেন। ওই গোডাউনে বিপুল পরিমাণ পেঁয়াজ দেখতে পান তারা। এরপর মালিককে ডেকে বুধবার (২ অক্টোবর) সকালে এসব পেঁয়াজ বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আরও ৫ থেকে ৬টি পেঁয়াজের গোডাউনে অভিযান চালানো হয়। সকালের মধ্যে এসব গোডাউনের পেঁয়াজ বাজারজাত করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক জানান, প্রতিটি গোডাউন প্রশাসনের নজরদারিতে রাখা হয়েছে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার আগে যে সকল ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় পেঁয়াজ গোডাউনে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। বিপুল পরিমাণ পেঁয়াজ আজ (বুধবার) সকালে বাজারে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে পেঁয়াজ বিক্রি না করে কৃত্রিম সংকটের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।