ইলিশ ধরায় তিন জেলেকে জরিমানা

800মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ ও ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গজারিয়ার মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অভিযান চালানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ এবং ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ইমাম রাজী টুলু জানান, অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় তিনজন জেলেকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।