চবিতে কোনও টর্চার সেল নেই: ভারপ্রাপ্ত উপাচার্য

হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপাচার্যচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে টর্চার সেল থাকার কথা ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, এই ক্যাম্পাসে টর্চার সেল রয়েছে। আমি খোঁজখবর নিয়েছি, এখানে কোনও টর্চার সেল নেই।’

শনিবার (১২ অক্টোবর) বিকালে হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং তাদের খোঁজখবর নিতে পরিদর্শনে এসেছি। এটি কোনও অভিযান নয়। হলের সেবার মান যাতে ঠিক থাকে এবং শিক্ষার্থীদের অসুবিধা না হয় সে সম্পর্কে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। ছাত্রী হলে আবাসন সমস্যা ছাড়া আপাতত হলে অন্য কোনও সমস্যা নেই।’

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল, শামসুননাহার হল, শহীদ আব্দুর রব হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল পরিদর্শন করেন।

এদিকে, গত বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে বৈঠক করেন প্রভোস্ট ও প্রক্টর। বৈঠকে প্রভোস্টদের আবাসিক হলে আরও সময় দিতে বলেন ভারপ্রাপ্ত উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের অভ্যন্তরে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

সম্প্রতি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর চবির আবাসিক হলগুলোতে প্রভোস্ট এবং প্রক্টররা নিয়মিত ক্যাম্পাসে থাকেন না বলে অভিযোগ ওঠে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ও হল প্রভোস্টদের ক্যাম্পাসে অতিরিক্ত সময় দিতে তাগাদা দেয়।