পাহাড়ে পর্যটনের উন্নয়নেও পুলিশ কাজ করছে: আইজিপি

রাঙামাটিতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘পাহাড়ে পর্যটনের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি পুলিশও কাজ করে যাচ্ছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে যাতে এই জেলার উন্নয়ন হয় সেজন্য কাজ করছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই অঞ্চলের পর্যটনের উন্নয়নে পুলিশ ভূমিকা রাখবে।’

রাঙামাটিতে পুলিশ পরিচালনাধীন পলওয়েল পার্কে নির্মাণাধীন কটেজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বুধবার (১৬ অক্টোবর) সকালে তিনি পলওয়ে কটেজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।রাঙামাটিতে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

এর আগে পলওয়েল পার্ক এলাকায় আইজিপি এসে পৌঁছালে তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। আজ বিকালে রাঙামাটির বিশেষ আইনশৃঙ্খলা সভাসহ আগামীকাল তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সভায় আইজিপি’র উপস্থিত থাকার কথা রয়েছে।