ইন্টার্ন চিকিৎসক হোস্টেল থেকে ৫শ’ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ইন্টার্ন চিকিৎসক হোস্টেল থেকে ৫শ’ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটকবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস হোস্টেল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মেডিক্যাল কর্তৃপক্ষ ও কোতোয়ালি পুলিশ যৌথভাবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত রিফাত খান রন্টি মেডিক্যালের পেছনের এলাকার বাসিন্দা। তার স্ত্রী রুবিনাকে পুলিশ এর আগে ইয়াবাসহ গ্রেফতার করে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পাসের এফএম নূর-উর রফি ইন্টার্ন ডক্টরস হোস্টেলের ৩০৩ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় বহিরাগত রন্টিকে। পরবর্তীতে তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।’

অভিযানে থাকা নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, আটক রন্টি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এর সঙ্গে ইন্টার্ন ডাক্তাররা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।