নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উচ্চ আদালতের নির্দেশে ঢাকার চারপাশের চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে এই অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর তীর দখল করে গড়ে ওঠা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। নদীর তীরবর্তী জায়গা সংরক্ষণ করে বনায়ন ও সর্বসাধারণের বিনোদনের ব্যবস্থা করা হবে।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের শেষ অংশে বেশ কিছু অবৈধ স্থাপনা নদীর তীর দখল করে গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আগামী তিন দিন রূপগঞ্জ অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপ-পরিচালক শহীদুল্লাহসহ অনেকে।