সদরঘাটে লঞ্চের ক্যান্টিনের বাবুর্চিকে কুপিয়ে হত্যার অভিযোগ

সদরঘাট লঞ্চ টার্মিনাল (ছবি: ফোকাস বাংলা)রাজধানীর সদরঘাটে লঞ্চের ক্যান্টিনের বাবুর্চিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে লঞ্চের এক স্টাফের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় সদরঘাট এমভি কীর্তনখোলা-২ লঞ্চের ক্যান্টিনে।  দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান উকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাবুর্চির নাম মো. রুবেল হোসেন (২২)। তার বাড়ি পটুয়াখালীতে। হত্যায় অভিযুক্ত লঞ্চের স্টাফের নাম ইয়ামিন (২২)। সে  ঝালকাঠি জেলার নলছিটি থানার ইসাহাক সরদারের ছেলে।

আটককৃতরা হচ্ছে– ক্যান্টিনের ম্যানেজার শহিদুল ইসলাম মিন্টু (৪০) ও রবিউল হাসান (২৪)।

এসআই ইমরান জানান, ওই লঞ্চের ক্যান্টিনে বাবুর্চি রুবেলের সঙ্গে একই লঞ্চের স্টাফ মো. ইয়ামিনের তরকারি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।  এর একপর্যায়ে ইয়ামিন হাতে থাকা বটি দিয়ে রুবেলের গলায় একাধিক কোপ দেয়। বটির আঘাতে সঙ্গে সঙ্গেই রুবেল নিহত হয়। ঘটনার পর ইয়ামিন দৌড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ক্যান্টিনের ম্যানেজারসহ অন্য স্টাফরা ঘটনাটি দাঁড়িয়ে দেখলেও ইয়ামিনকে আটক করেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করা হয়।

ইয়ামিনের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।