জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস উপলক্ষে দূষণমুক্ত বরিশালের দাবি

বরিশালকে দূষণ থেকে রক্ষার দাবি জানিয়ে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শনআজ (২২ অক্টোবর) রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস। এ উপলক্ষে দখল-দূষণমুক্ত বরিশালের দাবি জানিয়েছেন জীবনানন্দপ্রেমী শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টায় বিএম কলেজে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী পথযাত্রা ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থীরা।

তারা নিসর্গের কবির রেখে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের বরিশালকে দূষণ থেকে রক্ষার দাবি জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।  তারা জীবনানন্দ দাশের কবিতাও আবৃত্তি করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘কবি তার কবিতায় শঙ্খচিল হয়ে আবার ফিরে আসতে চেয়েছেন এই বাংলায়। কিন্তু চারিদিকে আজ অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ দখল আর দূষণে গাছপালা ধ্বংস হয়ে গেছে। হারিয়ে গেছে খাল, পুকুর, জলাশয়। মরে গেছে ধানসিড়ি নদী।’ তারা কবির প্রিয় প্রকৃতিকে রক্ষার দাবি জানান।

কলেজের জিরো পয়েন্ট প্রথমে অবস্থান নিয়ে পরে পথযাত্রা করে কবি জীবনানন্দ দাশ চত্বর, অশ্বিনী কুমার হল এবং কবির বাড়ির প্রাঙ্গণে অবস্থান নেন আয়োজকরা।