১৩ কোটি টাকার ইয়াবা ফেলে পালিয়ে গেলো চোরাকারবারিরা

 

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত)কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর থেকে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার নাফ নদের কেওড়াবাগান এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তিনি জানান, বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফের নাফ নদী এলাকা দিয়ে খালাসের খবর আসে। পরে তিনিসহ বিজিবির একটি টিম দমদমিয়া হাজিরখাল এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৪/৫ জন লোক নাফ নদী সাঁতরে হাজিরখাল এলাকার উত্তরে কেওড়াবাগান এলাকা দিয়ে তীরে ওঠে। তাদের দেখে বিজিবি চ্যালেঞ্জ করে ধাওয়া করে। পরে অন্ধকারে ইয়াবার প্যাকেট ফেলে দ্রুত তারা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা বলে জানান তিনি।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবাগুলো পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।