‘দুর্নীতিবাজদের কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না’

ফজলে নুর তাপসদুর্নীতির সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফজলে নূর তাপস।তিনি বলেন, ‘আইনের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজদের কোনোভাবেই রেহাই দেওয়া যাবে না।’ বুধবার (২৩ অক্টোবর) বিকালে রংপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

এ সময় ব্যারিস্টার তাপস বলেন, ‘যারা এ যাবৎ বড় বড় দুর্নীতি করে আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমরা সরকারের দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছি। আমরা চাই, কোনও অবস্থাতেই যেন এ অভিযান বাধাগ্রস্ত কিংবা ব্যর্থ না হয়।’

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন– বার কাউন্সিলের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার প্রমুখ।

সমাবেশে রংপুর বিভাগের আট  জেলার আইনজীবী সমিতির নেতারাসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।