বুলবুল মোকাবিলায় বরিশালে ২৩২ সাইক্লোন শেল্টার প্রস্তুত

উপকূল এলাকায় জনসাধারণকে সতর্ক করতে মাইকিংগভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বরিশালের উপকূল এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকরা। দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। শুক্রবার (৮ নভেম্বর) বেলা সা‌ড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ব‌রিশাল জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় সরকা‌রি, বেসরকা‌রি ও বিভিন্ন উন্নয়ন সংগঠ‌নের প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন। এ সময় জেলা প্রশাসক ‍এসএম অজিয়র রহমান জানান, ব‌রিশা‌লে ২৩২টি সাইক্লোন শেল্টার কেন্দ্র প্রস্তুত র‌য়ে‌ছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত রয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, ইতোমধ্যে বরিশাল জোনের ৬ হাজার ১৫০ জন সেচ্ছাসেবককে প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট জায়গাগুলোতে পতাকা টানানো হয়েছে।
এছাড়া মাইকিংয়ে জনসাধারণ‌কে সরকা‌রি নি‌র্দেশনা মে‌নে যানমা‌লের রক্ষায় সবাইকে যার যার অবস্থান থে‌কে সহ‌যোগিতার অনু‌রোধ জান‌ানো হয়। একই সঙ্গে সরকা‌রি সং‌শ্লিষ্ট সকল কর্মকর্তা‌কে ঘূ‌র্ণিঝড় বুলবু‌লের গ‌তি‌বি‌ধি লক্ষ্য রে‌খে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহ‌ণের ‌নি‌র্দেশ দেওয়া হয়।