ভোলায় ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১০

মাছ ধরার ট্রলার মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া জেলেরা ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল ঢেউয়ের তোড়ে ভোলার মেঘনা নদীতে ২৪ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে মোরশেদ নামের এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা-বরিশাল মেঘনা নদীর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মরদেহ উদ্ধার করে। এছাড়া ডুবে যাওয়া আরও ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে ১০ জেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলার মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক জানান, দুপুরের দিকে চাঁদপুরে মাছ বিক্রি করে ভোলার চরফ্যাশনে ফেরার পথে মেঘনা নদীর ভোলা-বরিশালের সীমান্তবর্তী এলাকায় ২৪ জেলে বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখনও ১০ জেলে নিখোঁজ রয়েছে। তবে তাদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান কোস্টগার্ডের কর্মকর্তা। এদিকে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশ মেঘনা নদীতে অভিান চালাচ্ছে।