৪০ টাকার টোল ৩৫০ টাকা!

11

অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে খুলনার দৌলতপুরের নগরঘাট ফেরির দুই টোল আদায়কারীকে জেল জরিমানা করা হয়েছে। তারা হলেন- মো. হাসিব ও মো. আমজাদ হোসেন। তাদের ২ মাস ১৫ দিনের জেল ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার দুপুরে দুদক অভিযান চালিয়ে হাতে হাতে প্রমাণসহ আটক করার পর খুলনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে শুনানি শেষে ২ জনকে ২ মাস ১৫ দিনের জেল ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

তিনি জানান, অভিযানকালে ওই ফেরিতে ছোট ট্রাকপ্রতি ৪০ টাকার বদল ৩৫০ টাকা, মিনি ট্রাকপ্রতি ১শ’ টাকার জায়গায় ৮শ’ টাকা, ইজিবাইক ও ভ্যানের ক্ষেত্রে ৫ টাকার স্থলে ২০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া যায়। এরপর টোল আদায়কারী হাসিব ও আমজাদকে আটক করা হয়।