গাইবান্ধায় পলাতক আসামি গ্রেফতার

শাহীন প্রধানগাইবান্ধায় ৯টি নাশকতা মামলার পলাতক আসামি শিবিরের সাবেক নেতা শাহীন প্রধানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।

তিনি বলেন, শাহীন প্রধান বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। তার নেতৃত্বে ২০১৩-১৪ সালে গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় একাধিক যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে পৃথক ৯টি মামলা হয়। আদালতে বিচারাধীন এসব মামলায় শাহীনের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত শাহীন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহর থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। শাহীন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুস সামাদ প্রধানের ছেলে।