দেড় কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে এক কোটি ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দমুন্সীগঞ্জের দূর্গাবাড়ী এলাকার তিনটি কারখানায় অভিযান চালিয়ে এক কোটি ৪০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।  এই জালের আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ টাকা। মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে সানজানা ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ, হাজারী ইন্ডাস্ট্রিজ ও রণি ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ থেকে এসব জাল জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, পাঁচটি মিনি ট্রাক থেকে ১০৪ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর দৈর্ঘ্য আনুমানিক ১ কোটি ৪০ লাখ মিটার। জালগুলোর মূল্য আনুমানিক প্রায় ৫২ লাখ টাকা। এছাড়া আরও প্রায় ১২০০ কেজি মনোফিলামেন্ট সুতা জব্দ করা হয় যার মূল্য প্রায় তিন লাখ টাকা। কারখানা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফের নেতৃত্বে আটককৃতদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা জাল পরে ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান আবুল কালাম আজাদ।