‘মাদক ছাড়লে সহায়তা করবে পুলিশ, না হলে বিপদ’

সাংবাদিকদের সঙ্গে দিনাজপুরের পুলিশ সুপারের মতবিনিময়মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে দিয়ে কেউ যদি সুস্থ ধারার জীবনে ফিরে আসতে চায়, তাহলে তাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। বুধবার বিকালে হাকিমপুর থানায় হিলি স্থলবন্দরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, ‘মাদক ব্যবসা ছেড়ে দিয়ে যারা সুস্থ ধারার জীবনে ফিরে আসতে চায়, তাদের সহায়তা করবে পুলিশ। তবে সুস্থ ধারায় ফেরার কথা বলে কেউ যদি আবারও সেই মাদক ব্যবসা ও মাদক সেবন অব্যাহত রাখে তাহলে তাদের বিপদ, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকে কোনও ছাড় নেই। দিনাজপুর জেলাকে মাদক নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। বিশেষ করে জেলার ছয়টি সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানের প্রথম উদ্যোগ হিসেবে প্রথমেই আমি আমার পুলিশ পরিবার থেকে মাদক নির্মূলে অভিযান শুরু করেছি। মাদকের সঙ্গে কোনও পুলিশ সদস্য যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। ইতোমধ্যেই  কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এসময় তিনি মাদক প্রতিরোধে সাংবাদিকদেরও সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, টিভি রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হালিম আল রাজী, ওসি (তদন্ত) মাহবুব রহমানসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা।