দুই অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, সাত লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ আড়াইহাজারের দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাত লাখ টাকা জরিমানা ও ইট পোড়ানো কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার শিলামান্দী ও ঝাউতলা এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান চালায়।

ইটের ভাটাগুলো হলো- মাকসুদুর রহমানের মালিকাধীন মেসার্স এএমবি ব্রিকস ও ও মেসার্স শাহজাহাল ব্রিকস (এএসবি)।

এ বিষয়ে পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, উপজেলার শিলামান্দী এলাকায় মেসার্স এএমবি ব্রিকসে অভিযান চালিয়ে তিন লাখ টাকা ও ঝাউতলায় এএসবি ব্রিকসে অভিযান চালিয়ে মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা ইটভাটার আগুন নিভিয়ে দেয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট নষ্ট করে। অভিযানে দুটি ভাটার ইট পোড়ানো কার্যক্রম বন্ধ এবং ভেকু দিয়ে ইটভাটার স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।