’৭১-এর টর্চার সেলের দেয়ালে গ্রাফিতি

222222

 


ফরিদপুরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর প্রধান টর্চার সেল (কনসেনট্রেশন ক্যাম্প)-এর দেয়ালে হত্যা ও নির্যাতনের নির্মমচিত্র বা গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। ভবনটি শহর স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার ভবনে, বর্তমানে জোনাল সেটেলমেন্ট-এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভাস্কর এজাজ-এ-কবীব নিজ উদ্যোগে এই শিল্পকর্ম করেছেন।

1111111

এ ব্যাপারে ভাস্কর এজাজ বলেন, ‘স্টেডিয়াম সংলগ্ন গণকবরের সৃতিফলকের কাজ করতে গিয়ে জানতে পারি যে- স্বাধীনতা যুদ্ধের সময় এই ভবনেই ছিল পাকিস্তানি বাহিনীর প্রধান নির্যাতন কেন্দ্র। জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী নারী-পুরুষদের ধরে এনে নির্যাতন করে হত্যার পর পাশের পুকুরে ফেলে দিত। অথচ স্বাধীনতার ৪৮ বছরেও এই ভবনের কোনও ইতিহাস অঙ্কিত হয়নি।’ অতীতের এই নির্মতাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই তার এই প্রয়াস বলেও জানান তিনি।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ বলেন, ‘এই জেলার মুক্তিযুদ্ধের সৃতি চিহ্ন রক্ষায় ভাস্কর এজাজ-এ-কবীরের উদ্দোগে আমরা ধন্য। এই গ্রাফিতি দেখে নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মমতা সম্পর্কে জানতে পারবে।’