ব্রহ্মপুত্র তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ স্থাপনা অপসারণনরসিংদীর মাধবদীতে ব্রহ্মপুত্র নদের তীরে ১০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে জেলা প্রশাসন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সেনাবাহিনী, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে গত ২৩ ডিসেম্বর প্রথম ধাপে ছয়টি স্থাপনা ভেঙে দেয় জেলা প্রশাসন।
নরসিংদীর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া জানান, মাধবদী শিল্প এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরের প্রায় পাঁচ কিলোমিটার অংশের মধ্যে ১ শত ৫৭ জন অবৈধ দখলদার মোট দুই শ’ দুইটি অবৈধ স্থাপনা গড়ে তোলে। এসব অবৈধ স্থাপনা চিহ্নিত করার পর গত ২৩ ডিসেম্বর উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
এ সময় নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তা কার্যকর না করায় দ্বিতীয় ধাপে রবিবার উচ্ছেদ চালানো হয়। এ সময় ভেকু মেশিন দিয়ে বহুতল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ নিজ দায়িত্বে ছোট ছোট স্থাপনা সরিয়ে নিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নরসিংদীর ছয়টি নদীর প্রায় ২৩১ কিলোমিটারের পুনঃখননের কাজ চলছে। ব্রহ্মপুত্র নদসহ নরসিংদীর অন্যান্য সব নদীর তীর অচিরেই অবৈধ দখলমুক্ত করে নদীর পূর্ব পরিবেশ ফিরিয়ে আনা হবে। এতে কৃষি ও অর্থনীতিতে নদীর প্রভাব প্রতিফলিত হবে। আগামী রবিবার তৃতীয় ধাপে উচ্ছেদ অভিযান চালানো হবে।