সরকারি রাস্তা কেটে বালু ব্যবসা

মোংলায় সরকারি রাস্তা কেটে বালুর ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন তিন ব্যবসায়ী। দীর্ঘদিন অনুমতি ছাড়াই উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাটারাবাদ ইট সলিংয়ের রাস্তা কেটে তার নিচে পাইপ ঢুকিয়ে এ ব্যবসা করছেন তারা। স্থানীয় শ্রীবাস, অশোক এবং শ্রীকান্ত নামে এ তিন ব্যবসায়ী প্রশাসনের কারো অনুমতি না নিয়েই অবৈধ এ ব্যবসা করছেন বলে অভিযোগ রয়েছে।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সরেজমিনে বুড়িডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ রাস্তায় গিয়ে দেখা যায় স্থানীয়দের একমাত্র চলাচলের রাস্তাটি কেটে তার নিচে তিনটি পাইপ ঢুকিয়ে বালু নেওয়া হচ্ছে। পশুর নদীর পাড়ের অর্থনৈতিক অঞ্চলে স্তুপ করে রাখা এ বালু ড্রেজার দিয়ে ওই পাইপে করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন স্থানীয় শ্রীবাস, অশোক এবং শ্রীকান্ত।

সরকারি রাস্তা কেটে পাইপ ঢুকিয়ে এভাবেই চলছে বালুর ব্যবসা

বুড়িডাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ হালদার বাংলা ট্রিবিউনকে বলেন,এভাবে অর্থনৈতিক অঞ্চল থেকে বালু এনে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। তার ওপর রাস্তা কেটে বালুর ব্যবসা। এতে করে ওই রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে। রাস্তাটি তার ওয়ার্ডে হওয়া সত্বেও এ তিন ব্যবসায়ী তার কথা শোনেননি বলেও অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বুড়িডাঙ্গা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, দীর্ঘদিন অবৈধভাবে বালুর ব্যবসা করে শ্রীবাস, অশোক এবং শ্রীকান্ত রাতারাতি কোটিপতি বনে গেছেন। স্থানীয় প্রভাবশালীদেরও ম্যানেজ করেছেন তারা।

সরকারি রাস্তা কেটে পাইপ ঢুকিয়ে এভাবেই চলছে বালুর ব্যবসা

রাস্তা কাটার কথা স্বীকার করে বালু ব্যবসায়ী শ্রীবাস বলেন, এ সম্পর্কে ইউপি চেয়ারম্যান সব জানেন। তবে বুড়িডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নিখিল চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে সরকারি রাস্তা কেটে কোন ব্যক্তি বালুর ব্যবসা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান বাংলা ‍ট্রিবিউনকে বলেন, যারা এগুলো করছে শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি রাস্তা কেটে পাইপ ঢুকিয়ে এভাবেই চলছে বালুর ব্যবসা