বগুড়ায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৪

অস্ত্রসহ গ্রেফতার আরিফ হোসেন আরিফ বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে একটি ওয়ান শুটারগান এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে শহরের একটি মার্কেট এবং স্টেশন রোডে  ডিবি অভিযান চালায়। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলো–  বগুড়া সদরের পুরান বগুড়া মধ্যপাড়ার আবদুল মালেকের ছেলে আরিফ হোসেন আরিফ (২০), বালাকৈগাড়ীর দুলাল মিয়ার ছেলে হারুনার রশিদ আরিফুল (২৩), চকলোকমান কলোনির নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৯) এবং মালগ্রাম মধ্যপাড়ার মাহমুদ আলীর ছেলে মনিরুজ্জামান ওরফে মঞ্জুর রহমান (৪৫)।

ডিবির পরিদর্শক আসলাম আলী ও উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের আল-আমিন সুপার মার্কেটের পাশ থেকে ১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেলসহ আরিফকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় সচল ওয়ান শুটারগান পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া, রাত ৯টার দিকে স্টেশন রোডে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ী আরিফুল, মঞ্জুর রহমান এবং ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।