নোয়াখালীতে নকল ক্যাবল ও এনার্জি বাল্ব উদ্ধার, ৪ জনের জেল

৩২

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বিআরবি ও আরএফএল-এর নকল ক্যাবল বিক্রয় ও নকল মুন সুপার স্টার এনার্জি বাল্ব তৈরি করার দায়ে মোট চার জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের একজনকে সাত মাস ও তিন জনের প্রত্যেককে ছয় মাস করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।

মো. রোকনুজ্জামান খান জানান, আরএফএল কোম্পানির নকল ক্যাবল বিক্রি ও নকল মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরি ও প্যাকেটজাত করে বিক্রির দায়ে আমান ইলেক্ট্রিকের আমান উল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় ৭ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিআরবি ব্র্যান্ডের নকল ক্যাবল মজুদ ও বিক্রির দায়ে নোয়াখালী ইলেক্ট্রিকের মো. শামসুল আরেফি, বিনিময় ইলেক্ট্রিকের মোশারেফ হোসেন ও আব্দুল্লাহ ইলেক্ট্রিকের মো. ইউসুফ দুলালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ছয় মাস করে কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসময় চারটি প্রতিষ্ঠান থেকে বিআরবি ও আরএফএল ব্র্যান্ডের ৩০৯ কয়েল ক্যাবল জব্দ করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন লক্ষীপুর র‌্যাব ১১ এর কোম্পানি কমান্ডার (এএসপি) সালেহ আহমেদ।