সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসবাস খাদে পড়ে জয়পুরহাটে ১,  ট্রাকচাপায় সিদ্ধিরগঞ্জে ১, বাসচাপায় রূপগঞ্জে ১ ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুপচাঁচিয়ায় একজনসহ মোট চার জন নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার সরাইলে জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান এ তথ্য জানান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জে  ট্রাকের চাপায়  সালাহউদ্দিন শিকদার (৪২)  নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সালাহউদ্দিন শিকদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার মৃত রহম আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেয়ারি জানান, ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে।

এদিকে রূপগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মফিজুল ইসলাম(২৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের (ওসি) মোজাফফর হোসেন জানান, মফিজুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানর শিবগঞ্জ কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে। তারাব বিশ্বরোডে আসার পথে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলে মফিজুল ইসলাম নিহত হন। 

বগুড়া প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোতালেব হোসেন খাবির (১১) নামের এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার দুপচাঁচিয়া-তালোড়া সড়কের মুক্তাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, মুক্তাগাছা এলাকায় পাথরবোঝাই একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-১১-০৮৬৫) ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। জনগণ ট্রাকসহ চালক আনোয়ার হোসেনকে (৩২) আটক করে পুলিশে দেন।