হিলিতে মাদক সম্পৃক্ততার অভিযোগে ৪ জন কারাগারে

21

দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে তিন জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ফেনসিডিলনহ আটক একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হিলি সীমান্তের নওদাপাড়া এলাকায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং একশ’ টাকা করে জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলো- হিলি সীমান্তের নওদাপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা (৩৫), একই এলাকার মৃত সজিব মণ্ডলের ছেলে শাহজাহান হোসেন (৩৮), আনেস আলীর ছেলে রায়হান বাবু (৩২)।

এছাড়াও, ফেনসিডিলের চালান নিয়ে মাদক কারবারি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে হিলি সীমান্তের সাতকুড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে এম এ মুহিত নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বস্তা থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।