পদ্মার চরে গলাকাটা লাশ

লাশ উদ্ধারের পর স্বজনদের শোকের মাতম

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরের একটি ফসলের ক্ষেত থেকে জাকির হোসেন (২১) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চর কালিদাসখালী থেকে এই লাশ উদ্ধার করা হয়। জাকির হোসেন ওই এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে।

আবদুল খালেক মোল্লা জানান, তার ছেলে জাকির হোসেন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে পাশের কালিদাসখালী বাজারে ওষুধ আনতে যায়। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। তবে সকালে কালিদাসখালী এলাকার একটি ক্ষেতে লাশ পাওয়া যায়।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আযম জানান, জাকিরকে শুক্রবার রাত থেকে খুঁজছে তার পরিবার। শনিবার সকাল ৮টার দিকে সবজিচাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটর ক্ষেতের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে মোবাইল ফোনে বাঘা থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হত্যার মূল কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকেই ধারণা করছেন, পূর্ব শত্রুতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।