বালুভর্তি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে, হেলপার নিহত

কুড়িগ্রামের রৌমারীতে বালুভর্তি দুটি  ট্রলি একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একজন হেলপার নিহত হয়েছেন। তার নাম হাসান মিয়া (১৮)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে যাদুরচর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এসময় দুই ট্রলিচালক আহত হয়েছেন।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসান মিয়া (১৮) উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রামের লাল চান মিয়ার ছেলে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শ্যালো ইঞ্জিনচালিত বালুভর্তি দুটি ট্রলি একে অপরকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে গিয়ে আঘাত করে এবং একটি ট্রলি উল্টে যায়। এতে করে একটি ট্রলির হেলপার হাসান মিয়া ও দুই  ট্রলিচালক নাজমুল হক ও শাহিন মিয়া গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসন মিয়াকে মৃত ঘোষণা করেন। ট্রলিচালক নাজমুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ট্রলির আঘাতে ভেঙে যাওয়া বাড়ির কেউ আহত হয়নি।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, এই ঘটনায় কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।