স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

21

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী ছমির উদ্দিনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই রায় দেন।

এছাড়া দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দুবছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছমির উদ্দিন জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও পশ্চিমপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামের নূরুল ইসলামের মেয়ে মর্জিনা আক্তারের সঙ্গে বিয়ে হয় ছমির উদ্দিনের। বিয়ের পাঁচ বছর পর মর্জিনা আক্তার লেবানন চলে যান। তিনি বিদেশ থেকে স্বামীর কাছে টাকা-পয়সা পাঠাতেন। কিন্তু স্বামী ছমির উদ্দিন ওই টাকা নষ্ট করে ফেলায় তার স্ত্রী টাকা পাঠানো বন্ধ করে দেন। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০১৭ সালের ১২ জুলাই স্ত্রী বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসেন। টাকা নিয়ে ছমিরের সঙ্গে ঝগড়া হয়। এর জের ধরে ১৪ জুলাই সকালে বাড়ির সামনে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী মর্জিনাকে ছুরিকাঘাত করে ছমির। গুরুতর আহত অবস্থায় মর্জিনাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিনই ছমিরকে আসামি করে থানায় একটি মামলা করেন।

 রাষ্ট্রপক্ষের আইনজীবী দিলীপ কুমার ঘোষ জানান, মামলার পর ঘটনার দিন বিকালে ছমির উদ্দিন নিজেই থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন মোল্লা একই বছরের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।