ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ায় হামলা

শিক্ষার্থীদের হামলার পরের দৃশ্য

মাদারীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে না দেওয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা। এসময় আহত হয়েছে অন্তত পাঁচ জন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর উপজেলায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে শিবচর উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউটের গণিত পরীক্ষায় ক্যালকুটের নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে চায় কয়েকজন পরীক্ষার্থী। এতে বাধা দেন পরীক্ষা কেন্দ্রে থাকা দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষা শেষে সব শিক্ষার্থী এর প্রতিবাদ জানিয়ে বাড়িতে চলে যায়। বুধবার সকালে আইসিটি পরীক্ষা শেষে শিক্ষকদের বিচারের দাবিতে আন্দোলনে নামে পরীক্ষার্থীরা। এসময় তারা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে হামলা চালিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে তারা। পরে পাশের ফজিলাতুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় আহত হয় অন্তত ৫ শিক্ষার্থী। পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিদ্যালয়ে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শিবচর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়রসহ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের নিয়ে সমাধানের চেষ্টা চলছে।