হাতিয়ায় অপহৃত ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

উদ্ধার দুই জেলে ও ছয় জলদস্যুনোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী থেকে অপহৃত দুই জেলেকে উদ্ধার এবং ছয় জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া এ তথ্য জানান।

আটক জলদস্যুদের কাছ থেকে দুটি বন্দুক, ছয় রাউন্ড তাজা গুলি, পাঁচটি রকেট ল্যান্সার, চেতনানাশক ওষুধ, ২০টি হাত বোমা, পাঁচটি ছুরি, পাঁচটি মোবাইল সেট ও নগদ দুই হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।

আটক জলদস্যুরা হলো–সুবর্ণচর উপজেলার চর জব্বর গ্রামের জেবল হকের ছেলে নবী আলম (৫৫), সফি আলমের ছেলে ইউসুফ (৩৬), আবুল কালামের ছেলে আবুল বাশার (৩৬), হাতিয়া উপজেলার নলের চর গ্রামের আলী আহমদের ছেলে হেঞ্জু মিয়া (৩৫), ওবায়দুল হকের ছেলে হারুন (৫০) এবং ভোলার দৌলতখান এলাকার মফিজুল হকের ছেলে নূরে আলম (৩৫)।

উদ্ধার জেলেরা হলো–সদর উপজেলার আব্দুর রহিম (৩৫) ও আনোয়ার হোসেন বাদশা (৩৪)।

বিশ্বজিৎ বড়ুয়া জানান, মঙ্গলবার দুপুরে উড়িরচর সংলগ্ন মেঘনা নদী এলাকায় উদ্ধার জেলেরা মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেছিল। সে সময় জলদস্যুরা তাদের ওপর হামলা চালিয়ে নৌকায় থাকা ১২ মাঝিকে আটক করে। পরে দুজনকে আটকে রেখে বাকিদের একটি চরে তুলে দেয়। আটক দুজনকে মুক্তিপণের জন্য জলদস্যুদের আস্তানায় নিয়ে যায়। বুধবার কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে হাতিয়ার আজহার মেম্বার ঘাটের পাশের নদী থেকে অপহৃত জেলেদের উদ্ধার ও ছয় জলদস্যুকে আটক করে। আটক জলদস্যুদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।