‘রেলের জমি উদ্ধার হবেই’




রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন (ফাইল ছবি)চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘রেলের প্রয়োজনীয় জমি উদ্ধার করা হবেই। আর বাকি সম্পত্তি বসবাসকারীদের মাঝে বন্দোবস্ত দেওয়া হবে।’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্থানীয় বসবাসকারীদের আশ্বস্ত করে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। এসবের প্রয়োজনে রেলের অবৈধ দখলকারীদের উচ্ছেদে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। এ কাজ শেষ করে বাকিটা বসবাসকারীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে।

এসময় রেলমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, রেলভূমি নিয়ে যদি কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করেন কিংবা মধ্যস্বত্বভোগী হয়ে দাঁড়ান তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আযম আলী, ব্যবসায়ী জুবের আলম, মহসিন মিঠু প্রমুখ।