৪৮টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার, দেড় লাখ টাকা জরিমানা

২১

ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেটের বিভিন্ন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়েছে র‌্যঅবের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬টি দোকান থেকে ৪৮টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার ও দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন আহম্মদ যোবায়ের উপস্থিত ছিলেন।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেটে বিভিন্ন দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আসা বিভিন্ন ব্রান্ডের অবৈধ মোবাইল ফোট বিক্রি করা হচ্ছে। এরপর রবিবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৬টি দোকান থেকে ৪৮টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় অবৈধ মোবাইল ফোন রাখার দায়ে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।