ফতুল্লার ইসদাইর এলাকার বস্তিতে আগুন

১১

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার বাজারের পাশের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৬০টি ঘর ও ঝুটের গোডাউন পুড়ে গেছে। শনিবার রাত ৩টায় এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের ১০টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ করে।

২২

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দশটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।