অর্থ আত্মসাৎ মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন কারাগারে

কারাগারদুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাড়তি দামে যন্ত্রপাতি কিনে ৯ কোটি ১৫ লাখ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৫ নভেম্বর এই টাকা আত্মসাতের অভিযোগে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম ১-এর সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। এই মামলায় সরফরাজ খান ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

দুদকের আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উচ্চ আদালত থেকে পাওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন ডা. সরফরাজ। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

মামলার অন্য আসামিরা হলেন– চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আব্দুর রব, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) ডা. মো. মইন উদ্দিন মজুমদার, সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফারুক হোসেন এবং এএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আফতাব আহমেদ।