সৈয়দপুরে ফল আড়তকে জরিমানা

পচা ও মেয়াদোত্তীর্ণ ফলনীলফামারীর সৈয়দপুরে আড়তে পচা ও মেয়াদোত্তীর্ণ ফল রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার এই জরিমানা আদায় করেন।

সৈয়দপুর শহরের বিভিন্ন ফল আড়তে দীর্ঘদিন ধরে পচা ও মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় বিক্রমপুর ফল ভান্ডার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্টনে পচা ও মেয়াদোত্তীর্ণ ফল পাওয়ায় ওই আড়তের ম্যানেজার মো. চঞ্চলকে ২০ হাজার টাকা জরিমানা ও পচা ফল ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের এসব ফল আড়ত থেকে বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে। ওই দোকানে পচা ফল বিক্রির অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল। এই অভিযান নিয়মিত চলবে।