ফেনসিডিল ভেস্ট!

৩৩ বোতল ফেনসিডিলসহ আটক ইয়াসিন আরাফাতপোশাকের নিচে পরা ছিল একটি ভেস্ট বা জ্যাকেট। এর মধ্যে অনেক পকেট। প্রতিটি পকেটে লুকানো ফেনসিডিলের বোতল। অভিনব এ কায়দায় ফেনসিডিল পাচারের চেষ্টা করেও সফলতা মেলেনি। যশোরের শার্শায় ৩৩ বোতল ফেনসিডিলসহ পুলিশের কাছে ধরা পড়ে যায় ইয়াসিন আরাফাত (২১)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা থানার সেতাই গ্রাম থেকে এ ফেনসিডিলের চালানসহ তাকে আটক করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। আটক ইয়াসিন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে।

শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, গোপন সংবাদে জানতে পেরে সেতাই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সে বিশেষ কায়দায় বানানো একাধিক পকেটযুক্ত ওই জ্যাকেট পরা ছিল, যার পকেট থেকে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে।