মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আদালতকুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জুয়েল সরকার রানা (২৮) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রানা দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের ছেলে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরকারের স্ত্রী বানেরা খাতুনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আজিজুল তার ছেলে জুয়েল সরকার রানার বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেফতারের পর একই বছর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত জুয়েলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন।