শেরপুরে বঙ্গবন্ধু উদ্যান

শেরপুরে বঙ্গবন্ধু উদ্যানমুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশি-বিদেশি একশ প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে শেরপুরে বঙ্গবন্ধু উদ্যানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে এ উদ্যানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

জেলা প্রশাসক বলেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হলো। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে এই দেশমাতৃকার জন্য কাজ করি তবে জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন পূরণ হবে।’ পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে দোয়ায় অংশ নেন।

এসময় শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো.সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।