ওসি বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি জানান, এসময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, তিনি বিষয়টি শুনেছেন।তবে ডাকাত দলের সদস্যদের পরিচয় স্থানীয়রা জানেন না।