শরীরে তাপ বেশি, ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে

ব্রাহ্মণবাড়িয়া

শরীরের তাপমাত্রা বেশি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে আগরতলা স্থলবন্দর দিয়ে আখাউড়ায় আসেন সুভাষ সরকার (৩০) নামে এক ব্যক্তি। কিন্তু আখাউড়া বন্দরের নো-ম্যানস ল্যান্ডের স্বাস্থ্য পরীক্ষকদের কাছে তার শরীরের তাপমাত্রা বেশি ধরা পড়ে। এরপর তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে ফের ভারতে ফিরিয়ে দেওয়া হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি ছিল। তাই তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে।’