স্ত্রী হত্যার দায়ে ১০ বছরের জেল

কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনকে (৩০) ১০ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন আপন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে বাবার বাড়ি থেকে গৃহবধূ শারমীন আক্তার ভানুর (২৫) গলায় ওড়না পেঁচানো এবং রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই সামছুল আলম ২৯ মার্চ বাদী হয়ে খোকসা থানায় দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। খোকসা থানা পুলিশ ২০১৮ সালের ৩০ আগস্ট আদালতে চার্জশিট প্রদান করে।