রংপুরে গোডাউনে আগুন




রংপুর নগরীর বেতপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে আর এম বণিকের গোডাউনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের আশপাশের আরও তিন-চারটি দোকানও ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে কাঠের আসবাবপত্র ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ওই গোডাউন এবং কয়েকটি দোকান পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

জেলা প্রশাসক আসিব আহসান জানান, আগুন নেভাতে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে।
জেলা প্রশাসক আসিব আহসান ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে তদারকি করেন।