ব্রুনাই থেকে ফিরে ঢাকায় ঘোরাঘুরি, জোর করে বাড়ি পাঠানোর পর সেখানেও...

নওগাঁগত ১১ মার্চ ব্রুনাই থেকে বাংলাদেশ ফেরেন এক যুবক। ঢাকায় ছয় দিন অবস্থান করেন। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ জারি হলে গত ১৬ মার্চ তাকে জোর করে নওগাঁর ধামইরহাটে গ্রামের বাড়িতে পাঠানো হয়। কিন্তু বাড়িতে এসেও প্রকাশ্যে চলাফেরা করতে থাকেন তিনি। খবর পেয়ে ১৭ মার্চ ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ভ্রাম্যমাণ আদালতে তার অর্থদণ্ড প্রদান করেন। তিনি জানান, হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়ে লোকালয়ে ঘোরাঘুরি করায় এই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। পরে ওই প্রবাসীকে আরও সাত দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হয়।