হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাংবাদিক আরিফ





আরিফুল ইসলাম রিগানকুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। শনিবার (২১ মার্চ) দুপুরে আরিফের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৫ মার্চ কারাগার থেকে মুক্তির পর তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রেদওয়ান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাংবাদিক আরিফুল ইসলাম এখন আশঙ্কামুক্ত। তাকে আমরা সব ধরনের ব্যবস্থাপত্র লিখে ছেড়ে দিয়েছি।’

উল্লেখ্য, গত ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান। এ ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।