বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিন চীনা কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে

বড় পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ৩ চীনা প্রকৌশলীকে কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে।





দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তিন চীনা কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে তাদেরকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়। তারা চীন থেকে ফিরেছেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় তারা বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এলে একটি বিশেষ গাড়িতে
তাদের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে এনে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
ওই তিন চীনা কর্মকর্তারা হলেন- প্রকৌশলী চিংজি ফিং, প্রকৌশলী ইউ জিংটাং ও প্রকৌশলী ডাংজিন লং।





তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় হলদিবাড়ী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. মিলন আহম্মেদের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।